Thursday, April 21, 2016

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস // OUTSOURCING & FREELANCING MARKETPLACE

 OUTSOURCING & FREELANCING // আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং

 এক বিরাট সম্ভাবনার নাম আউটসোর্সিং।  আউটসোর্সিং সম্পর্কে অনেকের-ই ধারনা এই যে
সকল আউটসোর্সিংই হল NEOBUX, OJOOO এর মত  Paid To Click (PTC)।। এটি একটি সম্পূর্ণ ভুল ধারনা। বেশিরভাগ সাধারন মানুষ আউটসোর্সিং সম্পর্কে এম একটি ভুল ধারনা-ই পোষণ করে। কিন্তু প্রকৃত বিষয় টি একেবারেই ভিন্ন।
পৃথিবীর বিভিন্ন কোম্পানি বা ব্যক্তি আছে যারা  তাদের কাজটি কখনও কখনও অস্থায়ী এমপ্লয়ি দিয়ে করিয়ে নেয়।
আর এই অস্থায়ী এমপ্লয়-ই হল ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার দিয়ে  কাজ করানোর সুবিধা হল,  অল্প খরচে মানসম্পন্ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করিয়ে নিতে পারে। যেখানে একটি কাজ একজন  সফটওয়্যার  ইঞ্জিনিয়ারকে দিয়ে করাতে গেলে কাজদাতার যে পরিমাণ পেমেন্ট করতে   হবে একই কাজ একজন ফ্রিল্যান্সার দিয়ে করাতে গেলে পেমেন্ট খরচ অনেক কমে যায়। অপরদিকে কাজের কখনো অভাব হয় না। কিছু মার্কেটপ্লেস  এর মাধ্যমে আউটসোর্সিং এর কাজ  সম্পন্ন হয়।

এমন কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে

  • www.upwork.com
  •  www.Freelancer.com
  • www.guru.com
  • www.allgraphicdesign.com
  • www.microworkers.comআউটসোর্সিং করতে হলে যে আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে এমনটা কিন্তু নয়।  সত্যি বলতে কি আউটসোর্সিং করতে হলে যে আপনাকে খুব বেশি শিক্ষিত হতে হবে এমন টাও নয় কিন্তু।  সাধারন জ্ঞান থাকলেই আউটসোর্সিং শুরু করা যায়। আউটসোর্সিং-এ আর্টিকেল রাইটিং, আনুবাদ,ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সহ আরও অনেক অনেক কাজ পাওয়া যায়। তবে মনে রাখতে হবে যে, আপনাকে যেকোনো একটি বিষয়ে অবশ্যই দক্ষ হতে হবে। ভালো ভাবে কাজ না জেনে , কাজ না শিখে আউটসোর্সিং -এ আশাটা হবে বোকামি। যে কোনো একটি কাজে এক্সপার্ট না হলে আউটসোর্সিং করে সফল হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কাজে দক্ষতার পাশাপাশি আপনার ইংলিশে অন্ততপক্ষে বেসিক ধারণা থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলেই আপনি আউটসোর্সিং শুরু করতে পারবেন।  
     

To know more click on>>> Being Freelancer    and Basic of SEO











No comments:

Post a Comment