Thursday, April 21, 2016

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস // OUTSOURCING & FREELANCING MARKETPLACE

 OUTSOURCING & FREELANCING // আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং

 এক বিরাট সম্ভাবনার নাম আউটসোর্সিং।  আউটসোর্সিং সম্পর্কে অনেকের-ই ধারনা এই যে
সকল আউটসোর্সিংই হল NEOBUX, OJOOO এর মত  Paid To Click (PTC)।। এটি একটি সম্পূর্ণ ভুল ধারনা। বেশিরভাগ সাধারন মানুষ আউটসোর্সিং সম্পর্কে এম একটি ভুল ধারনা-ই পোষণ করে। কিন্তু প্রকৃত বিষয় টি একেবারেই ভিন্ন।
পৃথিবীর বিভিন্ন কোম্পানি বা ব্যক্তি আছে যারা  তাদের কাজটি কখনও কখনও অস্থায়ী এমপ্লয়ি দিয়ে করিয়ে নেয়।

Wednesday, April 13, 2016

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান // Search Engine Optimization (SEO)

Search Engine Optimization // সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান  বা সংক্ষেপে এসইও (SEO) হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা হয়। এসইও কোনো একক কাজ নয়, বরং বহুক্ষেত্রে বিভিন্ন ধরণের কাজের সাথে সম্পৃক্ত একটি পদ্ধতি, বলা যায় সমন্বিত পদ্ধতি।

Freelancing - মুক্তপেশা

Freelancing // মুক্তপেশা  কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" । এধরণের কাজে যেমন কোনো নির্দিষ্ট মাসিক বেতনভাতা নেই তেমনি সবসময় কাজ পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই। তবে স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা। আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।